হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় বিদ্যুতায়িত হয়ে মো. রিয়াদ গাছু (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার গোপাল ইউনিয়নের নিজকুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। 

রিয়াদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শিংগা গ্রামের মো. নয়ন গাছুর বড় ছেলে। তিনি স্টিল মিলের নির্মাণশ্রমিক। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিয়াদ স্থানীয় স্টিল মিলে নির্মাণাধীন ভবনের কলামে জমে থাকা পানি সেচ করতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্টিল মিলের শ্রমিক মো. জিসান (২৫) বলেন, ‘সকাল ৮টার দিকে কারখানার নির্মাণাধীন একটি ভবনের কলামে জমে থাকা পানি সেচ করতে যায় রিয়াদ। পানির পাম্প কলামের মধ্যে রেখে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন রিয়াদ। দূর থেকে দেখতে পেয়ে আমরা ছুটে যাই। পরে সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার মৃত্যু হয়।’ 

আপেল মিয়া (৩২) নামে আরেক শ্রমিক বলেন, ‘রিয়াদ এসএসসি পরীক্ষার পর গত এক মাস ধরে প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে কন্ট্রাক্টরের অধীনে কাজ শুরু করেন। তাঁর মৃত্যুর খবর জেনে তার বাবা নয়ন গাছুও অসুস্থ হয়ে পড়েছেন।’ 

স্টিল মিলের হিসাব বিভাগের কর্মকর্তা নুরুল আমিন বলেন, ‘গত এক মাস ধরে রিয়াদ এখানে কাজ করছেন। সকাল সোয়া ৮টার দিকে প্রকৌশলী মোর্শেদ ফোনে ঘটনাটি বলেন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিই।’

কারখানার লেবার সাব কন্টাক্টর নুরুল আবছার বলেন, ‘এ প্রতিষ্ঠানে কর্মরত কোন শ্রমিক কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত বা মৃত্যু বরণ করলে কোম্পানির আইন অনুযায়ী যতটুকু সহযোগিতা করা যায় রিয়াদের পরিবারও সে সহযোগিতা পাবে। আপাতত তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা চলছে।’ 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ দুর্ঘটনায় এক নির্মাণশ্রমিকের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। মৃত্যুর কারণ অনুসন্ধানে আমাদের তদন্ত চলছে। নিহতের মরদেহ ফেনী হাসপাতালের মর্গে রয়েছে।’

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি