হোম > সারা দেশ > ফেনী

ধর্ষণ ও ভ্রূণ হত্যা: সেই ছাত্রলীগ নেতাকে সভাপতির পদ থেকে অব্যাহতি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে ইকবাল হাসান বিজয়কে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ধর্ষণ ও ভ্রূণ হত্যায় মামলা হওয়ার পর চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গতকাল রাতে পাওয়া সেই নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর স্থলে ১ নম্বর সহসভাপতি নুর উদ্দিন রুবেলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

বিজয়ের বিরুদ্ধে ঢাকার এক তরুণীকে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে মামলা হয়। গত মঙ্গলবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে মামলাটি (সিআর-৫৫৮/২৪) করেন ওই তরুণী। পরে রাতেই বিজয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আগামী রোববার এর ওপর শুনানির দিন ধার্য করেন আদালত। এর আগে ছাত্রলীগ নেতাকে মারধরের মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়কে ২৮ এপ্রিল নারী সংক্রান্ত একটি বিষয়ের ওপর ভিত্তি করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সে তার জবাব দিয়েছে। কিন্তু আমরা তদন্ত কমিটির মাধ্যমে তার বক্তব্যের সত্যতা পাইনি। বরং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার কিছুটা সত্যতা পাওয়া গেছে। তাই তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।’

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ