হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে ট্রেনের ধাক্কায় হোসেন আরা বেগম (৬২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সদরের বারাহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

হোসেন আরা ফেনী পৌরসভার বারাহিপুর এলাকার বদিউজ্জমানের স্ত্রী। এ ছাড়া তিনি ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলামের বড় বোন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ফেনী রেলস্টেশনের মাস্টার মো. হারুন। তিনি বলেন, ‘ফেনী রেল স্টেশনে সোনার বাংলা ট্রেনের যাত্রাবিরতির কোনো সুযোগ না থাকায় দ্রুতগতিতে চলছিল। ওই নারী রেলপথের পাশ দিয়ে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে।’ 

ফেনীর রেল পুলিশ জানায়, আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বারাহিপুর এলাকায় পথচারী হোসনে আরা নিজের বাড়ি সংলগ্ন রেলপথের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তীব্রগতির কারণে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ফেনী রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী জানান, নিহতের স্বজনেরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চায়। এ কারণে মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল