ফেনীর দাগনভূঞায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার দাগনভূঞা-বসুরহাট রোডের শরীফপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশাচালক ও উপজেলার দক্ষিণ চানপুর গ্রামের সেলিমের ছেলে নজরুল ইসলাম (৩০) এবং অপরজন অটোরিকশার যাত্রী দুধমুখা এলাকার সফিকের ছেলে রাজিব (৩০)।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশও স্থানীয় লোকজন জানায়, আজ রাত আনুমানিক ৮টার দিকে বসুরহাট থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে যাওয়া অটোরিকশার সংঘর্ষ হয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালকসহ দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় লোকজন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আছির ইনতেসার জারিন দুজনকে মৃত ঘোষণা করেন।