হোম > সারা দেশ > ফেনী

সোনাগাজীতে পল্লী বিদ্যুৎ অফিস রাতভর পাহারা দিয়েছে ছাত্রলীগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনার পরপরই সোনাগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসগুলোতে বাড়তি সতর্কতায় পাহারায় ছিল ছাত্রলীগ। এ ছাড়া পৌর শহরের প্রধান অফিসে পাহারায় ছিল পুলিশ। 

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিস চরচান্দিয়া, মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী সাব-জোনাল অফিস, বগাদানায় কুটির হাট সাব-জোনাল অফিস (অভিযোগ কেন্দ্র), চরদরবেশের কাজীরহাট সাব-জোনাল অফিস, মঙ্গলকান্দির ডাকবাংলা সাব-স্টেশনে পাহারায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন ভূঁইয়ার নেতৃত্বে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি শেখ মিরাজ উদ্দিন রিফাত, তানভীর হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা লিংকন, মতিগঞ্জের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল জামিল তারেক, বগাদানার সাধারণ সম্পাদক রবিন, বিজয়, তুহিন, বাবলুসহ স্থানীয় নেতা-কর্মীরা। 

মিনহাজ উদ্দিন সাইমুন ভূঁইয়া বলেন, ‘যাতে কোনো দুষ্কৃতকারী হামলা করতে না পারে সে জন্য সোনাগাজী মডেল থানার অনুরোধে ছাত্রলীগের স্ব-স্ব ইউনিটগুলোকে নিয়ে তাৎক্ষণিক বিদ্যুতের জোনাল অফিসগুলোর আশপাশে সতর্ক অবস্থানে থাকি।’ 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, সম্প্রতি লোডশেডিং নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনার পর উপজেলার বিদ্যুৎকেন্দ্রগুলোতে সতর্ক পাহারা বাড়ানো হয়। এ সময় ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা কেন্দ্রগুলোতে ছিলেন।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল