হোম > সারা দেশ > ফেনী

নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস: শিক্ষার্থীসহ দুজনের বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি

ফাইল ছবি

ফেনী সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ঘিরে ১০ লাখ টাকা ঘুষ দাবির অডিও ফাঁসের ঘটনায় মামলা করেছেন এক চিকিৎসক। এতে অভিযুক্ত করা হয়েছে নাহিদ রাব্বি নামের এক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী আব্দুল কাদেরকে। শুক্রবার (২০ জুন) রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি রোববার নিশ্চিত করেন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।

মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি জেলা স্বাস্থ্য বিভাগে নিয়োগের বিষয়ে নাহিদ রাব্বি নামের একজন চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি নিয়ে ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ঘুষ লেনদেনের কথা স্পষ্টভাবে উঠে আসে।

কল রেকর্ডে নাহিদকে বলতে শোনা যায়, ‘লিখিত পরীক্ষার আগে ৪ লাখ টাকা দিতে হবে, বাকি টাকা পরে।’ চাকরিপ্রত্যাশী কাদের টাকা কম দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে নাহিদের জবাব ছিল, ‘১০ লাখ টাকা থেকে এক পয়সাও কম হবে না।’

এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলা সংগঠক আবদুল্লাহ আল জুবায়ের বলেন, ‘অভিযুক্ত নাহিদ আমাদের সঙ্গে কাজ করলেও কাগজে-কলমে সংগঠনের কেউ নন। সে জন্য তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। তবে তাঁকে এখন থেকে সব ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে।’

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, ‘এবার দীর্ঘদিন পর স্বাস্থ্য বিভাগে নিয়োগ পরীক্ষা হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। কল রেকর্ডের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে শুক্রবার অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষায় স্বাস্থ্য সহকারী, পরিসংখ্যানবিদ, কম্পিউটার অপারেটরসহ মোট ১১৫টি পদের বিপরীতে ১২ হাজার ৪৪৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। ফলাফল প্রকাশ করা হয় শুক্রবার ভোররাতে।

তবে ফলাফল প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক পরীক্ষার্থী। অনেকেই বলেন, ভোররাতে ফল প্রকাশ করা হয়েছে এবং ৭৫ নম্বর পেয়েও কেউ কেউ নির্বাচিত হননি। তবে সিভিল সার্জন কার্যালয় দাবি করছে, ফলাফল মূল্যায়নে ওএমআর পদ্ধতির স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তাই হস্তক্ষেপের সুযোগ নেই।

এ বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘লিখিত পরীক্ষায় যাঁরা সর্বোচ্চ নম্বর পেয়েছেন, কেবল তাঁদেরই তালিকায় রাখা হয়েছে। স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার্থী বেশি হওয়ায় ফল প্রকাশে দেরি হয়েছে।’

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ