হোম > সারা দেশ > ফেনী

ফেনী-১: লাঙ্গলের সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ

ফেনী প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার বিকেলে ফুলগাজীতে একটি উঠান বৈঠকে এভাবে ভোটারদের টাকা বিতরণ করা হয় বলে জানা গেছে। অবশ্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শাহরিয়ার ইকবাল টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। 

রোববার সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শাহরিয়ার ইকবালের উপস্থিতিতে তাঁর সমর্থকেরা ভোটারদের লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রকাশ্যে টাকা দেন বলে জানান সেখানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যক্তি। এই টাকা দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এর আগে শনিবার বিকেলে ফুলগাজী বাজারে গণসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মধ্যে শাহরিয়ার ইকবালের সমর্থকেরা নগদ টাকা বিতরণ করেন বলেও অভিযোগ আছে। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোনো প্রার্থী যদি টাকা দিয়ে ভোটারদের নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করেন নির্বাচন কমিশনের ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে এই অপরাধে।     

এ বিষয়ে শাহরিয়ার ইকবাল রিয়াদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। টাকা দেওয়ার মুহূর্তের ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি দ্রুত লাইন কেটে দেন। এরপর একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আর ফোন রিসিভ করেননি।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও তানিয়া ভূঁইয়া বলেন, টাকা দিয়ে ভোটারদের ভোটদানে প্রভাবিত করা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। কারও বিরুদ্ধে এমন সুস্পষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি