হোম > সারা দেশ > ফেনী

ইয়াবা উদ্ধার মামলায় পাঁচ পুলিশ সদস্যসহ ১৩ জনের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি

ফেনীতে আলোচিত ইয়াবা উদ্ধার মামলায় পাঁচ পুলিশ সদস্যসহ ১৩ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন। 

রায়ে প্রধান আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহফুজুর রহমানসহ ছয়জনকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা, ছয়জনকে ১০ বছর সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেন আদালত। 

ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি দ্বিজেন্দ্র কুমার কংস বণিক জানান, ৬ লাখ ৮০ হাজারটি ইয়াবা উদ্ধার মামলার রায়ে এএসআই মাহফুজুর, উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বেলাল, এসআই মো. আশিকুর রহমান আশিক, সালেহ আহমদ, ফরিদুল আলম ফরিদ কোম্পানী, মো. জাফর কোম্পানীকে ১৫ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

এদিকে অ্যাডভোকেট জাকির হোসেন, তোফাজ্জল হোসেন, কনস্টেবল মো. শাহীন এস বি শাহীন, মো. আব্দুল মোতালেব মুহুরি, কনস্টেবল কাশেম আলী কাশেম, গিয়াস উদ্দিন গেসুর ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মো. জাবেদ আলীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। 

রায় ঘোষণার সময় আদালতে আটজন আসামি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন পলাতক রয়েছেন। পলাতক আসামিরা হলেন আবুল কাশেম ওরফে কাশেম পুলিশ, আব্দুল মোতালেব মুহুরি, বিল্লাল হোসেন বেলাল, আশিকুর রহমান আশিক ও জাফর কোম্পানী। 

আসামি পক্ষের আইনজীবী জাহিদ হোসেন কমল বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের বিষয়ে উচ্চ আদালতে আপিল করব। আশা করছি, আমরা ন্যায়বিচার পাব।’

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল