হোম > সারা দেশ > ফেনী

৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহশিক্ষক হাফেজ মো. আফাজ উদ্দিনকে (২৫) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল রবিবার সন্ধ্যায় পরশুরামের মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। রাতে ভুক্তভোগী শিশুর মা (মীম আক্তার স্বপ্না) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

জানা যায়, মো. আফাজ উদ্দিন উপজেলার পশ্চিম মধুগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি মির্জানগর ইউনিয়নের মেলাঘর গ্রামের আবু বক্করের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় গৃহশিক্ষক হাফেজ মো. আফাজ উদ্দিন মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির  শিক্ষার্থীর ঘরে প্রাইভেট পড়াতে গিয়ে একা পেয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী শিশুর চিৎকার শুনে মাসহ প্রতিবেশীরা দৌড়ে আসলে শিক্ষক আফাজ উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগিতা চান। পরে পরশুরাম থানা-পুলিশ ঘটনাস্থল পৌঁছে অভিযুক্ত মো. আফাজ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পরশুরামে মির্জানগর ইউনিয়নের মধুগ্রামে তৃতীয় শ্রেণি এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহশিক্ষক হাফেজ মো. আফাজ উদ্দিনকে আটক করা হয়েছে। এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। 

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চুরি মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

সোনাগাজীতে শিশুর হাতে বন্দুক—ফেসবুকে ছবি