হোম > সারা দেশ > ফেনী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ কেয়ারটেকারের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনী শহরের আলীমুদ্দিন সড়কের একটি ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আলিমুদ্দীন রোডের নয়ন টাওয়ারের নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আনিসুর রহমান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ফুনহাতা পঞ্চগড় এলাকার মৃত লতিফ মুনশির ছেলে। 

স্থানীয়রা বলছে, ৬ তলা নয়ন টাওয়ারের ভবনের নিচতলায় দারোয়ান একা থাকতেন। সিলিন্ডার গ্যাসের চুলায় তিনি রান্না করছিলেন। এ সময় একটিতে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটেছে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে ৬টা সিলিন্ডার মজুত ছিল। ধারণা করা যায় লাইনের গ্যাস না থাকায় ওই ভবনের কক্ষে গ্যাস সরবরাহের জন্য সিলিন্ডার মজুত রাখা হয়। 

ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘রাত ১১টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট আগুন নির্বাপণে করে করে। দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে ঘটনাস্থলে আনিসুর রহমান নামে একজন অগ্নিদগ্ধে নিহত হন। তিনি নয়ন টাওয়ারের কেয়ারটেকার বলে জানা যায়। তাঁর রুম থেকে আরও ৬টি সিলিন্ডার মজুত পাওয়া গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’ 

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল