হোম > সারা দেশ > ফেনী

সোনাগাজীতে বিএনপির ৩৬ নেতা কর্মীকে কারাগারে পাঠালেন আদালত

ফেনী প্রতিনিধি

সোনাগাজী উপজেলা বিএনপির ৩৬ নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করেছেন ফেনীর আদালত। উচ্চ আদালত থেকে নেওয়া ৬ সপ্তাহের জামিন শেষে আজ রোববার তারা জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী পার্থপাল চৌধুরী। তিনি জানান, গত ২৯ আগস্ট ফেনীর সোনাগাজীতে বিএনপির জনসভা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন এজাহারভুক্ত ৩৯ বিএনপি নেতা। জামিনের মেয়াদ শেষে তারা রোববার ফেনী জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত ৩ জনের জামিন মঞ্জুর করে বাকি ৩৬ জনকে জেল হাজতে পাঠিয়েছেন। 

হাজতে যাওয়া নেতাদের মধ্যে সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি ও চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্যসচিব রাসেল হামিদী, উপজেলা ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন পিয়াস, যুবদল নেতা সিরাজুল ইসলাম রয়েছেন। 

উল্লেখ্য, সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় তিন শতাধিক নেতা কর্মীকে আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। 

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন