হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে যুবক হত্যা মামলার আসামি বড় ভাইকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে নিজাম উদ্দিন (৪০) হত্যা মামলার আসামি নিহতের বড় ভাই নুরুল আলমকে (৫৫) ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সন্ধ্যার দিকে ফেনী মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে। 

ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, নিজাম উদ্দিন হত্যার ঘটনায় তাঁর স্ত্রীর দায়ের করা মামলায় নুরুল আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, গত ২২ জুন রাতে ফেনী থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন পূর্ব কচুয়া গ্রামের মৃত আহছান উল্যার ছেলে নিজাম উদ্দিন। বাড়ির কাছাকাছি এলে আলম তাঁর ছোট ভাই নিজামের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর তাঁকে সেখানে ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন। খবর পেয়ে পরদিন ভোরে ঘটনাস্থল থেকে নিজামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বড় ভাই নুরুল আলম আত্মগোপনে চলে যান। গতকাল তাঁকে এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ সময় ভাইকে হত্যার কথা স্বীকার করেন নুরুল আলম। 

মোটবী ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন বলেন, নিহত নিজাম উদ্দিনের সঙ্গে বড় ভাই নুরুল আলমের পারিবারিক বিষয়াদি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দুই মাস আগেও একটি সালিস বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসা করা হয়েছিল। কিন্তু নুরুল আলম মন থেকে তা মেনে নিতে পারেননি।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল