হোম > সারা দেশ > ফেনী

তফসিল ঘোষণার সাত দিন পরও মনোনয়ন ফরম না পাওয়ায় প্রার্থীদের ক্ষোভ 

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনী জেলার পরশুরাম উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ১৪ অক্টোবর। তবে তফসিল ঘোষণার সাত দিন পরও মনোনয়ন ফরম দেওয়া শুরু করেনি উপজেলা নির্বাচন অফিস। আগ্রহী প্রার্থীরা প্রতিদিন ফরমের জন্য নির্বাচন অফিসে এসে ফিরে যাচ্ছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। আজ মঙ্গলবার নির্বাচন অফিসে এসে ফিরে গেছেন কয়েকজন আগ্রহী প্রার্থী। এর ফলে ক্ষোভ প্রকাশ করেছেন নতুন প্রার্থীরা। 

পরশুরাম উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর শিশির চন্দ্র নাথ বলেন, 'এখনো বিজি প্রেস থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার পদের মনোনয়ন ফরম সরবরাহ করা হয়নি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার থেকে ফরম বিতরণ শুরু করা হবে।' 

এদিকে ১৬ অক্টোবর ফেনী জেলা আওয়ামী লীগ তাদের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করে দলীয় মনোনয়ন দিয়ে দিয়েছে। দলীয় মনোনয়ন পাওয়া কয়েকজন প্রার্থী জানান, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখের আগে ২২, ২৩, ২৯ ও ৩০ অক্টোবর মোট চার দিন ব্যাংক বন্ধ থাকবে। কার্যদিবস পাওয়া যাবে মাত্র সাত দিন। আর এতে চরম ভোগান্তি পোহাতে হবে বলে ধারণা করছেন প্রার্থীরা। 

প্রার্থীদের অনেকেই অভিযোগ করে বলেন, এই মাসে বেশ কয়েক দিন ব্যাংক বন্ধ থাকবে। চেয়ারম্যান ও মেম্বার পদে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করা, আয়-ব্যয় হিসাবের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভোটার তালিকার সিডি বাবদ টাকা জমা দিয়ে চালান ফরম সংগ্রহ করা কঠিন হয়ে যাবে। 

এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, 'আগামী বৃহস্পতিবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।' 

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল