হোম > সারা দেশ > ফেনী

চট্টগ্রামে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

চট্টগ্রামে বিএনপির ডাকা মহাসমাবেশে যোগ দিতে ফেনীর ফুলগাজী থেকে রওনা দেওয়া বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের ওপর হামলা এবং গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ সময় কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

আজ বুধবার মিরসরাই নিজামপুর কলেজের সামনে তারা এ হামলার শিকার হন তারা।

ফুলগাজী উপজেলা বিএনপি নেতাদের অভিযোগ, বুধবার সকালে চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগ দিতে উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা কর্মীরা কয়েকটি মাইক্রোবাসে করে যাত্রা শুরু করেন। এ সময় গাড়িগুলো মিরসরাই পৌঁছালে সেখানে সরকার দলীয় নেতা–কর্মীদের দ্বারা হামলার শিকার হন তারা। এ সময় বহরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হন। আহতেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, ‘গাড়িযোগে সমাবেশের উদ্দেশে চট্টগ্রামের রওনা দিলে, মীরসরাই নিজামপুর কলেজের সামনে ছাত্রলীগের নেতা–কর্মীরা গাড়িতে অতর্কিত হামলা করে। এতে করে আমাদের সঙ্গে গাড়িগুলো ভাঙচুর করা হয়। আমাদের সঙ্গে থাকা অনেকজন ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ