ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক কুদ্দুছ হাওলাদার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুছ হাওলাদার বরিশালের বাখেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
মহিপাল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকা হয়ে যাত্রীবাহী বাসটি ফেনীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই চালক কুদ্দুছ হাওলাদার নিহত হন। এ সময় অন্তত পাঁচজন আহত হন।
বেলাল হোসেন আরও বলেন, খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ গিয়ে পিকআপচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।