হোম > সারা দেশ > ফেনী

বাসের ধাক্কায় উল্টে গেল সিলিন্ডারবাহী ট্রাক, উবে গেল অক্সিজেন

ফেনী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর অংশে বাসের ধাক্কায় অক্সিজেনবাহী একটি ট্রাক সড়কে উল্টে পড়ে যায়। এতে সিলিন্ডারে থাকা অক্সিজেন উবে যায়। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

এতে মহাসড়কে আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ ঘটনায় আহত হয়েছেন অক্সিজেনবাহী গাড়ির হেলপার মো. হেলপার নাদিম। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

অক্সিজেনবাহী গাড়িচালক আলমগীর হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী আসার সময় পেছন দিক থেকে শ্যামলী পরিবহনের একটি বাস তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় অক্সিজেনবাহী গাড়িটি ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় সিলিন্ডার লিকেজ হয়ে অক্সিজেন সড়কে নির্গত হয়। 

পরে পুলিশ এসে রেকার দিয়ে গাড়িটি সোজা করে। অক্সিজেনবাহী গাড়ির মালিক বন্দর ইউনিয়ন চেয়ারম্যান এহসান উদ্দিনের। নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে গাড়িটি যাচ্ছিল। 

এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খান বলেন, গাড়ির হেলপার আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় প্রায় আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন