হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে মুহুরি নদীর পানি বিপৎসীমার ওপরে

ফেনী সংবাদদাতা

ঘূর্ণিঝড় রিমাল ও ভারতীয় উজানের ঢলে ফেনীর মুহুরি নদীতে পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুহুরি নদীর পানি বিপৎসীমার ৫০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি প্রবাহ কমতে থাকে। 

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি। 

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম রাজু বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। বৃষ্টি বন্ধ থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানির প্রবাহ কিছুটা কমেছে। তবে বৃষ্টি হলে আবারও প্রবাহ বেড়ে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।’ 

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় উজানের কারণে মুহুরি নদীর পানি বেড়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে লোকালয়ে পানি প্রবেশ করে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।’ 

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, সকাল ৮টার পর থেকে মুহুরি নদীর পানি বাড়তে শুরু করে। সকাল সাড়ে ১০টায় নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকালে ফুলগাজী বৈরাগপুর এলাকায় বাঁধের একটি অংশে পানি প্রবেশের শঙ্কা দেখা দিলে আমরা মেরামত করেছি।’ বৃষ্টি হলে নদীর পানি আরও বাড়তে পারে বলে জানান

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন