ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য সরকারদলীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগী ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন আক্তার।
বিএনপি নেতা আকবর হোসেন সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি ও একই দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ভাই।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বাড়ির ভেতরে ৩-৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাড়ির ভেতরে ঢুকে ঘরের সামনে থাকা আকবর হোসেনের ব্যক্তিগত প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ১২-৯৬৪৮) আগুন ধরিয়ে দেয় এবং স্টাফ থাকার ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি যারা ঘটিয়েছে আমরা তাদের সমর্থন করি না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের দলের কেউ এ ঘটনা ঘটানোর প্রশ্নই ওঠে না।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।