ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পিকআপ ভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন গোপালগঞ্জ জেলার সদর থানার গফুর শেখের ছেলে মো. সুজন (২৮), মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মাজেদ মাতাব্বরের ছেলে শামীম হাসান (২৭) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার ওয়ারেশ আলীর ছেলে শহিদুল ইসলাম।
এ বিষয়ে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনির হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।