হোম > সারা দেশ > ফেনী

 ৯৯৯-এ কল পেয়ে ক্লিনিকের তালা খুলে অবরুদ্ধ নারীকে উদ্ধার

ফেনী প্রতিনিধি

চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ফেনী শহরের একটি ক্লিনিক থেকে এক নারীকে উদ্ধার করছে পুলিশ। ৯৯৯ থেকে অবরুদ্ধ ওই নারীর কল পেয়ে তালা খুলে তাঁকে বের করা হয়। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের বড় মসজিদসংলগ্ন ক্লিনিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ৯৯৯-এ কল পেয়ে তারা শহরের সুমন আরা ডেন্টাল ক্লিনিকের তালা ভেঙে ওই নারীকে উদ্ধার করে। ওই নারীর অভিযোগ, তাকে মোটা অঙ্কের বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গতকাল সকালে প্রতিষ্ঠানটিতে ডেকে নেয় কর্তৃপক্ষ। একপর্যায় সারা দিন অফিসের বিভিন্ন কাজ করিয়ে রাত ৮টার দিকে অফিস বন্ধ করার সময় বাইরে তালা দিয়ে ওই নারীকে আটকে রেখে চলে যান প্রতিষ্ঠানের মালিক সুমন। 

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ওই নারীকে ভেতরে থাকা অবস্থায় বাইরে তালাবন্ধ দেখি। এ সময় একই প্রতিষ্ঠানের এক কর্মচারীর কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে নারীকে উদ্ধার করি। তবে এ বিষয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে ঘটনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কজন স্থানীয় লোক জানান, এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নারীঘটিত অসংখ্য অভিযোগ রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের মালিক বিভিন্নভাবে প্রতিটি ঘটনা ধামাচাপা দেন। 

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ