ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শহরের দাউদপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৭।
আজ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক ও নাশকতা মামলার আসামি শেখ ফরিদ বাহার শহরের দাউদপুল এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মডেল থানায় নাশকতা, হত্যাচেষ্টাসহ মোট ১০টি মামলা রয়েছে।
র্যাব-৭-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, শেখ ফরিদ বাহারকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।