হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে জখমের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে কুপিয়ে জখমের মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন আমিনুর রহমান মজুমদার প্রকাশ খোকন, নুরুন নবী ও বেলাল মুন্সি। 

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত ৭ মার্চ রাতে উপজেলার জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে খড়ের গাদায় আগুন দিয়ে সৌদিপ্রবাসীর স্ত্রী ফাতেমাকে (৪২) তুলে নিয়ে যায় আসামি খোকন মজুমদারের লোকজন। ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাঁকে পাশের বাড়ি থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। 

অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ওই দিন ফুলগাজী থানায় চারজনের নাম ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর মেয়ে। ঘটনার পর থেকে আসামিরা ঢাকায় আত্মগোপনে ছিলেন। 

এ বিষয়ে ওসি নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আজ (বৃহস্পতিবার) তাদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। পরে আসামিদের ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করলে আপস করার শর্তে এক আসামির ১০ দিনের জামিন মঞ্জুর করেন। বাকি দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল