হোম > সারা দেশ > ফেনী

ওয়ার্ড সভাপতিকে হত্যার হুমকি উপজেলা আ. লীগ সভাপতির, থানায় জিডি

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি এই জিডি করেন। তিনি পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া তিনি বিলোনিয়া স্থলবন্দর শ্রমিক ইউনিয়নেরও সভাপতির দায়িত্বে আছেন।

জিডিতে বলা হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের সঙ্গে মোহাম্মদ ইব্রাহিমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিলোনিয়া স্থলবন্দর এলাকায় অনুষ্ঠিত এক সভায় কামাল উদ্দিন মজুমদার অকথ্য ভাষায় গালিগালাজ করে উপস্থিত সবার সামনে ইব্রাহিমকে হত্যার হুমকি দেন। বর্তমানে তিনি তাঁর পরিবার-পরিজনকে নিয়ে নিরাপত্তাহীনতা ভুগছেন।

এ নিয়ে জানতে চাইলে অভিযুক্ত কামাল উদ্দিন মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তি তিনি ফোন রিসিভ করেননি।

এ নিয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। এরপর থানার উপপরিদর্শক মনিরুল ইসলামকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ