হোম > সারা দেশ > ফেনী

ওয়ার্ড সভাপতিকে হত্যার হুমকি উপজেলা আ. লীগ সভাপতির, থানায় জিডি

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি এই জিডি করেন। তিনি পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া তিনি বিলোনিয়া স্থলবন্দর শ্রমিক ইউনিয়নেরও সভাপতির দায়িত্বে আছেন।

জিডিতে বলা হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের সঙ্গে মোহাম্মদ ইব্রাহিমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিলোনিয়া স্থলবন্দর এলাকায় অনুষ্ঠিত এক সভায় কামাল উদ্দিন মজুমদার অকথ্য ভাষায় গালিগালাজ করে উপস্থিত সবার সামনে ইব্রাহিমকে হত্যার হুমকি দেন। বর্তমানে তিনি তাঁর পরিবার-পরিজনকে নিয়ে নিরাপত্তাহীনতা ভুগছেন।

এ নিয়ে জানতে চাইলে অভিযুক্ত কামাল উদ্দিন মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তি তিনি ফোন রিসিভ করেননি।

এ নিয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। এরপর থানার উপপরিদর্শক মনিরুল ইসলামকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল