হোম > সারা দেশ > ফেনী

স্কুলছাত্রকে মারধর ও ভিডিও ধারণ, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে স্কুলছাত্রকে মারধর ও সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রের মা থানায় মামলা দায়ের করলে, আজ শনিবার সকালে পুরোনো পুলিশ কোয়ার্টার এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন কিশোর ফেনী মডেল হাইস্কুলের এক ছাত্রকে মারধর করতে দেখা যায়। স্থানটি শহরের ডাক্তারপাড়ার হায়দার ক্লিনিকের পাশের খালি জায়গায়। ভিডিওটি নজরে আসে। এ ঘটনায় ভুক্তভোগী আমিরুল হুদা মুবিনের মা পারভীন আক্তার ১১ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা করে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে ‘এফসিবি’ নামের কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ বলছে, শহরের ফালাহিয়া মাদ্রাসা, শাহীন একাডেমি, হলি ক্রিসেন্ট, সেন্ট্রাল স্কুল, মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এলাকায় প্রভাব বিস্তার করতে কিশোর গ্যাংয়ের গ্রুপ চালায়। 

এ বিষয়ে ফেনী জেলা পুলিশ সুপার (এসপি) জাকির হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। যেসব ঘটনায় মামলা হয়, সে মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল