এসএসসি পরীক্ষার দায়িত্ব পালনে অবহেলার দায়ে ফেনীর ছাগলনাইয়া পাঠাননগর ছলেমা নজির উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব সৈয়দ মনির ও সহকারী কেন্দ্রসচিব সাজেদা আক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ স্বাক্ষরিত এক আদেশে তাদের অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে অগ্রণী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র নাথকে ওই কেন্দ্রের নতুন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
অব্যাহতি প্রাপ্ত কেন্দ্রসচিব সৈয়দ মনির উপজেলার গতিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী সচিব সাজেদা আক্তার নুরুল হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।