হোম > সারা দেশ > ফেনী

১৮ দিন পর অপহৃত শিশুসহ অপহরণকারী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী থেকে অপহৃত এক কন্যাশিশুকে ১৮ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ার্লেস কলোনি থেকে অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি বিকেলে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার ১১ বছরের এক কন্যাশিশু পার্শ্ববর্তী এলাকায় ব্যাডমিন্টন খেলবে বলে বাসা থেকে বের হয়। পরে রাত পর্যন্ত শিশুটি বাসায় না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফেনী মডেল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির মা। পরে বিষয়টি র‍্যাবকে জানালে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে অপহৃত শিশুটি চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ারলেস কলোনির জনৈক মো. আব্দুর রহমানের ভাড়া বাসায় অবস্থান করছে। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, বুধবার রাতে র‍্যাবের একটি দল চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ারলেস কলোনিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে আটক করে র‍্যাব। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী আরও জানান, আটক আসামি ও উদ্ধারকৃত শিশুটিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. আলাউদ্দিন ওরফে রাসেল ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে। 

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চুরি মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

সোনাগাজীতে শিশুর হাতে বন্দুক—ফেসবুকে ছবি