হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়ায় খাল থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় আশিষ বৈদ্য (৪০) নামের ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর ও মহামায়া ইউনিয়নের উত্তর যশপুরের মধ্যবর্তী এলাকার ফুলছড়ি খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা। তিনি বলেন, ‘নিহত ব্যক্তি ভারতের বিলোনিয়া থানাধীন নলুয়া এলাকার সাধন বৈদ্যের ছেলে। তাঁর মরদেহের ময়নাতদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে লাশ হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, ‘আজ সকালে ফুলছড়ি খালের মধ্যে (বাংলাদেশ-ভারতের শূন্যরেখা) এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানালে তারা থানা-পুলিশকে জানাই। এরপর আমরা বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই।’

আজ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে বিএসএফ সদস্যদের সঙ্গে দুই ভারতীয় নাগরিক এসে নিশ্চিত করেন এটা তাঁদের দেশের নাগরিক। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়। পতাকা বৈঠকে ভারতের পক্ষে বিএসএফের রাকেশ ঠাকুর ও বিজিবির সুবেদার হাসিবুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান ওসি সুদ্বীপ রায়।

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ