হোম > সারা দেশ > ফেনী

অটোরিকশাচালককে মারধরের মামলায় সাংবাদিক কারাগারে

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে সিএনজিচালিত অটোরিকশাচালককে মারধরের মামলায় জাকের হায়দার সুমন (৪৫) নামের এক সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। 

জাকের হায়দার সুমন ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা। তিনি একটি জাতীয় দৈনিকের ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি এবং একটি টিভি চ্যানেলের ফেনী জেলা প্রতিনিধি। তা ছাড়া তিনি উপজেলা যুবলীগের সদস্য। 

ছাগলনাইয়া উপজেলা সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতির সভাপতি নুরুল আফছার বলেন, সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ছাগলনাইয়া থেকে ফেনীর ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণ করা হয়। ২ জুন বিকেলে জাকের হায়দার সুমন ছাগলনাইয়া থেকে ফেনী গিয়ে চালক মো. ইসমাইলকে ২৫ টাকা ভাড়া দেন। 

এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে চালককে বেদম মারধর করেন সুমন। এ ঘটনায় সুমনের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উপজেলা অটোরিকশাচালক সমিতি ৩ জুন ছাগলনাইয়ার সব সড়কে ধর্মঘট পালন করে। পরে অটোরিকশাচালক ইসমাইল বাদী হয়ে সুমনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন। 

আদালতের এপিপি নিমাই লাল সূত্রধর বলেন, গতকাল বুধবার সুমন জামিনের জন্য আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল