হোম > সারা দেশ > ফেনী

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে ২ ভাই নিহত, আহত ২

ফেনী প্রতিনিধি

ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে ফেনীর দেবীপুর এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তুষার ও বিপ্লব নামে দুই ভাই নিহত হয়েছেন ৷ আজ শনিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত হন গাড়ির চালক সাজ্জাদ ও তুষারের শ্যালক প্রণব ৷ 

তুষার ও বিপ্লব চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজার সসরত মাঝি বাড়ির দিনেশের ছেলে ৷ এর মধ্যে তুষার দুবাইপ্রবাসী। তিনি ১ জানুয়ারি দেশে আসেন ৷ 

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাই তুষার (৪০) ও বিপ্লবকে (৩২) মৃত ঘোষণা করেন। পরে আহত চালক সাজ্জাদ ও তুষারের শ্যালক প্রণবকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জাকির হোসেন জানান, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটেছে জানা যায়। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল