ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে ফেনীর দেবীপুর এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তুষার ও বিপ্লব নামে দুই ভাই নিহত হয়েছেন ৷ আজ শনিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত হন গাড়ির চালক সাজ্জাদ ও তুষারের শ্যালক প্রণব ৷
তুষার ও বিপ্লব চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজার সসরত মাঝি বাড়ির দিনেশের ছেলে ৷ এর মধ্যে তুষার দুবাইপ্রবাসী। তিনি ১ জানুয়ারি দেশে আসেন ৷
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাই তুষার (৪০) ও বিপ্লবকে (৩২) মৃত ঘোষণা করেন। পরে আহত চালক সাজ্জাদ ও তুষারের শ্যালক প্রণবকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জাকির হোসেন জানান, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটেছে জানা যায়। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।