হোম > সারা দেশ > ফেনী

পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মো. শিপন (৩৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর এলাকার বাউরপাথর গ্রামের সীমান্তবর্তী ৬১৬২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিপন পৌর এলাকার বাউর পাথর গ্রামের মৃত আলি নেওয়াজের ছেলে।

স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, গতকাল রাত ১২টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর জানতে পারি, শিপন বিএসএফের গুলিতে আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাউর পাথর গ্রামের ৬১৬২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থান দিয়ে চোরাচালান হয়ে আসছে। মাদক, চিনি, শাড়িসহ বিভিন্ন ভারতীয় পণ্য চোরাই পথে বাংলাদেশে আনা হয়। একইভাবে মাছ, রসুনসহ বিভিন্ন পণ্য ভারতে পাচার করা হয়।

মজুমদার হাট বিজিবির কোম্পানি কমান্ডারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খান আজকের পত্রিকা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কী কারণে ওই যুবক রাতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন, সে বিষয় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি