হোম > সারা দেশ > ফেনী

পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মো. শিপন (৩৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর এলাকার বাউরপাথর গ্রামের সীমান্তবর্তী ৬১৬২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিপন পৌর এলাকার বাউর পাথর গ্রামের মৃত আলি নেওয়াজের ছেলে।

স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, গতকাল রাত ১২টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর জানতে পারি, শিপন বিএসএফের গুলিতে আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাউর পাথর গ্রামের ৬১৬২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থান দিয়ে চোরাচালান হয়ে আসছে। মাদক, চিনি, শাড়িসহ বিভিন্ন ভারতীয় পণ্য চোরাই পথে বাংলাদেশে আনা হয়। একইভাবে মাছ, রসুনসহ বিভিন্ন পণ্য ভারতে পাচার করা হয়।

মজুমদার হাট বিজিবির কোম্পানি কমান্ডারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খান আজকের পত্রিকা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কী কারণে ওই যুবক রাতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন, সে বিষয় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন