ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা পেঁয়াজের দাম অর্ধেকে নামিয়ে আনেন। তবে আদালত চলে যাওয়ার পর আবার আগে দামে পেঁয়াজ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম পৌর শহরের জমদ্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
বাজারটিতে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছিল। তবে ম্যাজিস্ট্রেট দেখেই দোকানিরা ১০০ টাকায় বিক্রি শুরু করেন।
দাম কমার খবর ছড়িয়ে পড়লে পেঁয়াজ কিনতে ভিড় করেন মানুষ। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা আবার ২০০ টাকায় বিক্রি শুরু করেন বলে একাধিক ক্রেতা অভিযোগ করেছেন।
অভিযানের সময় ৯০ টাকা মূল্যে কেনা পেঁয়াজ ২০০ টাকায় বিক্রি করাসহ নানা অভিযোগে দুটি মামলায় দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।