হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়ায় অটোরিকশাচালকের লাঠির আঘাতে লাইনম্যানের মৃত্যু, গ্রেপ্তার ১ 

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশাচালক বাবা ও ছেলের লাঠির আঘাতে মো. হারুন (৫৫) নামে এক অটোরিকশার লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক বেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সোয়া ২টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের মেইন রোডে এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বিষয়টি নিশ্চিত করেন। 

মো. হারুন পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা। তিনি পৌর শহরে সিএনজিচালিত অটোরিকশার লাইনম্যান হিসেবে কাজ করতেন। 

সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি নুরুল আফছার জানান, গতকাল রবিবার দুপুরে ছাগলনাইয়া থানা থেকে আসামি নিয়ে ফেনী কোর্টে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাচালক মো. বেলাল হোসেনকে দায়িত্ব দেন লাইনম্যান হারুন। বেলাল থানার ডিউটি করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বেলা সোয়া ২টার দিকে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বেলাল ও তাঁর ছেলে অটোরিকশাচালক বাপ্পির লাঠির আঘাতে গুরুতর আহত হন হারুন। অন্য অটোরিকশাচালক ও স্থানীয় বাসিন্দারা হারুনকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ছাগলনাইয়া থানার উপপরিদর্শক মো. আরিফুর রহমান বলেন, হারুনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী আরেফা বেগম বাদী হয়ে বেলাল হোসেন ও বাপ্পির নামে হত্যা মামলা দায়ের করেছেন। এর মধ্যে বেলালকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ছেলে বাপ্পিকে (২৩) আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল