হোম > সারা দেশ > ফেনী

মাঠে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় খেলার সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ধর্মপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো—পশ্চিম ধর্মপুর গ্রামের আমিন উল্লাহ মৌলিভী বাড়ির আলা উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম নিলয় (৫) ও একই বাড়ির ছালাহ উদ্দিনের মেয়ে নাজিফা আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নিলয় ও নাফিজা বাড়ির পাশের মাঠে খেলতে যায়। মাঠে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ করলে শিশু দুটি বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান শিশু দুটির মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত দুটি শিশু নিহত হওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

মাঠে তার ছিঁড়ে থাকার বিষয়ে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। গুরুত্বের সঙ্গে তা তদন্ত করা হবে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কারও গাফিলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ