হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে আগুনে ঝলসে যাওয়ার ৫ দিন পর কলেজছাত্রীর মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীর সদর উপজেলায় আগুনে ঝলসে যাওয়ার পাঁচ দিন পর কলেজছাত্রী মাশকুরা আক্তার মুমো মারা গেছেন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত সোমবার দুপুরে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা হাইস্কুলের ফটকের সামনে দগ্ধ হওয়ার এই ঘটনা ঘটে। 

মাশকুরার মারা যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাঁর বাবা স্থানীয় লক্ষীয়ারা ফাজিল মাদ্রাসার অফিস সহকারী আবদুল মালেক। মাশকুরা স্থানীয় ন্যাশনাল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানান তিনি। 

লক্ষিয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল জানান, ‘গত সোমবার শরীরে আগুন লাগার পর মাশকুরার চিৎকারে এগিয়ে যাই। তাঁকে উদ্ধার করে দ্রুত ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠাই। আগুনের সূত্রপাতের বিষয়ে মেয়ের পরিবার আমাদেরকে কিছুই জানায়নি।’ 

স্থানীয় লোকজন জানান, লক্ষীয়ারা ইসলমিয়া ফাজিল মাদ্রাসা ও হাইস্কুলের সামনের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক ছিল মাশকুরার। সম্প্রতি তাঁদের মধ্যে টানাপোড়েন চলছিল। সোমবার সকালে বাবার কর্মস্থলে এসে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

ফেনী আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, মাশকুরা আক্তার মুমোর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছিল। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘মাশকুরার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে তাঁর পরিবার আত্মহত্যার চেষ্টার সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে দেয়নি। তাঁরা পরে যোগাযোগ করবে।’

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল