হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ১৩ হাজার ১৫ কেজি ভেজাল মসলাসহ তিনজন আটক  

ফেনী প্রতিনিধি

ফেনীতে ১৩ হাজার ১৫ কেজি ভেজাল হলুদ, মরিচের গুঁড়া, খুদসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। তাঁরা হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে খুদ, রং ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করতেন ভেজাল মসলা। গতকাল শনিবার রাতে শহরের তাকিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উদ্ধার হওয়া ভেজাল হলুদ ও মরিচের গুঁড়ার আনুমানিক মূল্য ৩ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবুল মিয়ার মসলার মিলে অভিযান পরিচালনা করা হয়। সেখানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় মো. জামাল (২৭), মোছা. নাজমা বেগম (৩০) ও মোছা. নুরজাহানকে (৫০) আটক কো হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মসলার মিলঘরের ভেতর থেকে ৪২টি প্লাস্টিকের বস্তায় ভেজাল রং মিশ্রিত হলুদ, মরিচের গুঁড়া ও খুদ উদ্ধার করা হয়। 

তাঁরা দীর্ঘদিন ধরে হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে খুদ, রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি এবং এসব ভেজাল মসলা ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রি করে আসছেন। 

র‍্যাব-৭-এর উপপরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, আটককৃতদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ