হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে বাম গণতান্ত্রিক জোটের মশাল মিছিলে হামলা

ফেনী প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দেশব্যাপী আজ বৃহস্পতিবার আধাবেলা (সকাল ৬টা থেকে বেলা ২টা) হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে গতকাল বুধবার রাত ৮টায় ফেনীতে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।

আহতরা হলেন ফেনী জেলা বাসদের সমন্বয়ক জসিম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর আহ্বায়ক নয়ন পাশা, মার্কসবাদী নেত্রী রাইহান এ কমুসহ আরও অনেকে। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর সাধারণ সম্পাদক মোবারক হোসেন জামসেদ বলেন, ‘আমরা মিছিল নিয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে বড় মসজিদ এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা শুরু করে। আমাদের হাতে থাকা মশাল কেড়ে নিয়ে তারা সেগুলো দিয়ে আঘাত করেছে।’

বাসদ ফেনী জেলা সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, ‘আমরা ভেবেছিলাম তফসিল ঘোষণার পর পুলিশ অন্তত নিরপেক্ষ থাকবে। কিন্তু আজও পুলিশের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর এভাবে অতর্কিত হামলা করেছে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, তাঁদের বিরুদ্ধে আনা হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনাস্থলে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তিনি। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিরাপত্তা দিয়ে তাদের উদ্ধার করেছে। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি