হোম > সারা দেশ > ফেনী

বাসযাত্রীর জুতায় মিলল কোটি টাকার স্বর্ণের বার

ফেনী প্রতিনিধি  

ফেনীতে বাস যাত্রীর জুতায় মিলল কোটি টাকার স্বর্ণের বার। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে জুতার ভেতরে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বারসহ দ্বীজেন ধর (৩৯) নামে এক বাসযাত্রীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই স্বর্ণের ওজন ১ হাজার ১৬৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আজ রোববার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এই তথ্য জানান।

এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর খাইয়ারা ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাঁকে আটক করা হয়। দ্বীজেন ধর চট্টগ্রামের রাউজান থানার কেউটিয়া বণিকপাড়ার মৃত শুধাংশু বিমল ধরের ছেলে।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘অবৈধ স্বর্ণ নিয়ে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার বোগদাদিয়া তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকামুখী তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাস তল্লাশি করলে সন্দেহজনকভাবে দ্বীজেন ধরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কাছে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকারোক্তি দিলে পুলিশ সদস্যরা বিষয়টি আমাকে অবগত করেন।’

পুলিশ সুপার বলেন, ‘পরবর্তীকালে জেলা প্রশাসক ও সেনাবাহিনীকে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে তাঁকে তল্লাশি করা হয়েছে। এ সময় তাঁর জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে রাখা ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আটকের পর ওই ব্যক্তি জব্দকৃত স্বর্ণের বার-সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।’

ফেনীতে বাস যাত্রীর জুতায় মিলল কোটি টাকার স্বর্ণের বার। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তি অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে অন্য দেশ থেকে স্বর্ণের চোরাচালানে জড়িত। তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ, ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি