হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংক থেকে ২ নির্মাণশ্রমিকের মৃতদেহ উদ্ধার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া পৌর এলাকায় সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণশ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানাপাড়ায় এ ঘটনা ঘটে।

তাঁরা দুজন হলেন খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন (৩৮) ও বাগেরহাটের কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস (৩৫)।

স্থানীয়রা জানান, কুয়েতপ্রবাসী শহীদুলের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ওই দুই শ্রমিক। গতকাল শুক্রবার বিকেল থেকে স্বজনেরা তাঁদের খোঁজ পাচ্ছিল না। আজ শনিবার সকালে ভবনের আশপাশে খোঁজ করতে এলে সেপটিক ট্যাংকে তাঁদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ছাগলনাইয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ওয়ালী উল্লাহ বলেন, ‘আমরা ধারণা করছি, একজন শ্রমিক সেন্টারিং খোলার জন্য নিচে নামলে সেখানে গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে আরেকজন তাঁকে উদ্ধার করার জন্য নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে সেখানে থাকা পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। তার পরও আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। পাশাপাশি ময়নাতদন্তের মাধ্যমে আসল ঘটনা উদ্‌ঘাটন করা হবে।’

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন