হোম > সারা দেশ > ফেনী

অবরোধে ফেনীতে চিনির ট্রাকে আগুন: গ্রেপ্তার যুবলীগ নেতা কারাগারে

ফেনী প্রতিনিধি

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চিনি বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা নুরুল উদ্দিন টিপুকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার নুরুল উদ্দিন টিপু ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও সদর উপজেলা যুবলীগের সদস্য।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধে গত ২ নভেম্বর ভোরে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জন রাস্তায় গাছ ফেলে যানবাহন চলাচলে বাধা দেয়। পরে তাঁদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে যানবাহন ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় দুর্বৃত্তরা ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সির চিনি বোঝাই ট্রাকে আগুন দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই দিন ট্রাকমালিক ও ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সির মালিক উজ্জ্বল বৈদ্য বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৫-২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন।

ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবছার আপন বলেন, টিপু উপজেলা যুবলীগের সদস্য ও ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হায়াত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার টিপুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল