হোম > সারা দেশ > ফেনী

দুই গ্রুপের সংঘর্ষের পর সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। গতকাল ৩০ অক্টোবর বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। অবশ্য এতে মেয়াদোত্তীর্ণ হওয়াকে কমিটি বিলুপ্তের কারণ হিসেবে দেখানো হয়।

কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফেনী জেলা শাখার অধীনস্থ উপজেলার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় একে বিলুপ্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি দেওয়া হবে বলেও জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদিত করেছেন বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল কর্মী মিরাজ ও রায়হানের ওপর কলেজ ক্যাম্পাসে হামলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূইয়ার অনুসারীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। খুরশিদ আলম ভূইয়ার অনুসারী সোনাগাজী কলেজ ছাত্রদলের সদস্যসচিব জিহাদের সভাপতিত্বে পৌর শহরে ২৯ অক্টোবর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে খুরশিদ আলম ভূইয়া প্রকাশ্যে তার কর্মীর ওপর হামলাকারীদের পেটানোর ঘোষণা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে হামলার শিকার দুই ছাত্রদল কর্মীর করা মামলায় সেন্টুর অনুসারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে আসামি করা হয়। এর প্রতিবাদে ৩০ অক্টোবর বিকেলে সোনাগাজী পৌর শহরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। সেনাবাহিনীর একাধিক টিম আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ছাত্রদলের দুপক্ষই একে অপরকে দোষারোপ করে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার সংবাদ ছড়িয়ে পড়ার পর ৩০ অক্টোবর রাতে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।

সোনাগাজী পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকুর সঙ্গে কমিটি বিলুপ্ত বিষয়টি জানতে মোবাইল ফোনে কল করা হলে তিনি আজকের পত্রিকাকে এর সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০২১ সালে মঈনুল ইসলাম রাসেলকে আহ্বায়ক ও নুর আলম সোহাগকে সদস্যসচিব করে সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিল জেলা ছাত্রদল। এদের মধ্যে রাসেল এখন প্রবাসে অবস্থান করছেন।

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি