হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে বিরতি ‘চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ’

ফেনী প্রতিনিধি

‘সাম্রাজ্যবাদী চক্রের’ আগ্রাসনের প্রতিবাদে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের রোডমার্চ শুক্রবার (২৭ জুন) রাতে ফেনী শহরে পৌঁছেছে।

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, রাখাইনের জন্য মানবিক করিডর চালুর চেষ্টা এবং স্টারলিংকের মাধ্যমে ‘সাম্রাজ্যবাদী চক্রের’ আগ্রাসনের প্রতিবাদে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের রোডমার্চ শুক্রবার (২৭ জুন) রাতে ফেনী শহরে পৌঁছেছে। এতে অংশ নেওয়া ছয় শতাধিক নেতা-কর্মী ফেনীতে রাতযাপন করছেন।

সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে রাত ৮টার পর কুমিল্লার টাউন হল ময়দানে সমাবেশ হয়। এরপর ফেনীতে গিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।

রোডমার্চে সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টিসহ ছোটবড় অর্ধশতাধিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

রাত সাড়ে ১১টার দিকে রোডমার্চ ফেনী শহরের হাজারী রোডে আমেনা-সিরাজ কনভেনশন হলে পৌঁছায়। সেখানেই রাতযাপন, খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে নেতা-কর্মীরা চট্টগ্রামের দিকে পদযাত্রা শুরু করবেন।

বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী সদস্য জয়দেব ভট্টাচার্য বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি। রাখাইন করিডরও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু।’

ফেনীর বাসদের সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, সরকারের দমননীতি ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে এই লংমার্চ দেশপ্রেমিক জনগণের প্রতিবাদ।

ফেনীতে রোডমার্চ পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা ফুল ও ব্যানার নিয়ে তাঁদের বরণ করে নেন। আমেনা-সিরাজ হলে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন স্থানীয় বাম নেতারা।

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি