হোম > সারা দেশ > ফেনী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার সিসি ক্যামেরা

ফেনী প্রতিনিধি

প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক সিসি ক্যামেরা। এতে সুফল পাবে চালক ও যাত্রীরা। আজ রোববার ফেনীর মহিপালে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় এ কথা জানান হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান। 

অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক কর্মসূচি দিয়ে মহাসড়কে অবরোধ করে যারা বাংলাদেশকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেটি সফল হয়নি।’ 

এ সময় তিনি মালিক ও চালকদের উদ্দেশ্যে বলেন, ‘মহাসড়ক আইনকে পাশ কাটিয়ে কোনো অপরাধ করা যাবে না। সব গাড়ির মালিক, শ্রমিক আইনকে শ্রদ্ধা করে সড়কে চলাচল করতে হবে। মহাসড়কে কোনো সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলার চালানো যাবে না। এসব আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী। 

আরও বক্তব্য দেন সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ফাজিলপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. মুজিবুল হক, শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূইয়া প্রমুখ। সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল