হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে মুদি ব্যবসায়ী নিহত, আহত স্ত্রী-সন্তান

ফেনী প্রতিনিধি

ফেনীতে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষের ঘটনা স্থল। ছবি: সংগৃহীত

ফেনীতে কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা তাঁর স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন। আজ রোববার সকালে ফেনী-সোনাগাজী সড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে।

নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু বলেন, অসুস্থ শ্বশুরকে দেখতে দুই দিন আগে চট্টগ্রাম থেকে সোনাগাজী আসেন নিজাম উদ্দিন। আজ সকাল ৭টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে চট্টগ্রামে ফিরে যাওয়ার জন্য অটোরিকশায় করে লালপোলে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের পুরোনো রাস্তার মাথায় (লক্ষ্মীপুর) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই নিহত হন নিজাম উদ্দিন। এ সময় তাঁর স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চুরি মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

সোনাগাজীতে শিশুর হাতে বন্দুক—ফেসবুকে ছবি

নিষিদ্ধ সময়েও ব্যস্ত সোনাগাজীর জেলেরা

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩