হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, ২ জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দুর্ঘটনাকবলিত বাসের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬)। তিনি পাবনার সাতিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। অন্যজন বাসের হেলপার হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৪টা) তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে গুরুতর আহত বাসচালক রফিকের (৬০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আবদুল আলী মোল্লার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি হাফিজিয়া এলাকায় পৌঁছালে সামনের একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুপারভাইজার নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর হেলপারও মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, নিহত ব্যক্তিদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকচালককে আটক করার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল