হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ট্রেন-সিএনজি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীতে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হন। শনিবার সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজীবাড়ির হাফিজুল ইসলাম (৪২) ও তাঁর মা ফাতেমাতুজ জোহরা (৬২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় পৌঁছালে রেলগেটের সামনে যানজটে আটকে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় হাফিজুল ইসলাম ও তাঁর মাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাফিজুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে আশঙ্কাজনক অবস্থায় ফাতেমাতুজ জোহরাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, `নিহত ব্যক্তিদের মধ্যে হাফিজুল ইসলামের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর মা চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন এবং অটোরিকশার চালক আহত হয়েছেন।

রেলগেটের গেটম্যান বাবু বলেন, ‘গেট বন্ধ করেও অটোরিকশাটি সরানো যায়নি। ট্রেন থামাতে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল, কিন্তু দূরত্ব কম থাকায় থামানো সম্ভব হয়নি।’

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চুরি মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

সোনাগাজীতে শিশুর হাতে বন্দুক—ফেসবুকে ছবি

নিষিদ্ধ সময়েও ব্যস্ত সোনাগাজীর জেলেরা

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩