হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বাস-কুরিয়ার কার্গোর মুখোমুখি সংঘর্ষ: কার্গোচালক আশঙ্কাজনক, আহত বেশ কয়েকজন

ফরিদপুর প্রতিনিধি

আজ সকালে দুটি পরিবহনেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুরিয়ার সার্ভিসের কার্গো পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কার্গোচালক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ ছাড়া বাসের চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর বাজারের ব্রিজসংলগ্ন জাহাঙ্গীর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে খুলনাগামী এসআর পার্সেল সার্ভিসের একটি কার্গোর সঙ্গে ফরিদপুরগামী লোকাল যাত্রীবাহী পরিবহন শাহারিয়া-২ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় দুটি পরিবহনেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ওসি জানান, আহত দুই চালকই গুরুতর জখম হয়েছেন এবং বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

স্থানীয়রা দ্রুত কার্গোচালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহত দুই চালককেই ওই হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কার্গো পরিবহনের চালক বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

তাৎক্ষণিকভাবে আহত কার্গোচালক ও বাসচালকের পরিচয় জানা যায়নি।

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল তিনজনের

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতিতে সেবাগ্রহীতাদের ক্ষোভ

ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফরিদপুরের সালথায় ৪ ঘণ্টায়ও থামেনি সংঘর্ষ, জড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নবাসী

ফরিদপুর-১: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আবুল বাসার খান

ফরিদপুরের আলফাডাঙ্গা: বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

বাউলদের নিয়ে ফখরুলের বক্তব্যের প্রতিবাদ, পদত্যাগের ঘোষণা ওলামা দলের নেতার

‘জুলাই সাহসী সাংবাদিক’ পুরস্কার হাতিয়ে নেওয়া শেখ ফয়েজ গ্রেপ্তার

ফরিদপুরে ধর্ষণ মামলায় চাচার আমৃত্যু কারাদণ্ড