ফরিদপুরের সদরপুর থানায় হামলা ও অস্ত্র লুটের মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী ও ঠেঙ্গামারী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত ৫ আগস্ট সদরপুর থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মামলার ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।