হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অসুস্থতার ছুটি না পেয়ে সহকর্মীর মৃত্যুর অভিযোগ, পোশাকশ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারী শ্রমিকের মৃত্যুতে সহকর্মীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে এক অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন সহকর্মী পোশাকশ্রমিকেরা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন তাঁরা।

জানা গেছে, আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস নামক গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিক লিজা গতকাল মঙ্গলবার কাজ করাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়া সত্ত্বেও গার্মেন্টস কর্তৃপক্ষ তাঁকে চিকিৎসাসেবা নিতে ছুটি দিতে অসম্মতি জানায়। এরপর এই শ্রমিক ধারাবাহিকভাবে কাজ করতে থাকায় অবস্থার অবনতি ঘটলে রাত ৯টার পরে তাঁকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর সহকর্মীর মৃত্যুর সংবাদে ক্ষোভে কর্মরত প্রায় ৪০০ শ্রমিক আজ কাজ বন্ধ করে গার্মেন্টস প্রাঙ্গণে বিক্ষোভ করেন।  

আন্দোলনরত শ্রমিকদের কয়েকজনের দাবি, অসুস্থ হওয়া সত্ত্বেও লিজাকে দিয়ে কাজ করিয়েছিল মালিকপক্ষ। একপর্যায়ে বেশি অসুস্থতা চোখে পড়লে বাধ্য হয়ে হাসপাতালে পাঠায়। এই মৃত্যুর বিচার না হওয়ার পর্যন্ত তাঁরা আন্দোলন করে যাবেন।  

এ বিষয়ে জানতে অনন্ত অ্যাপারেলসের অ্যাডমিন ম্যানেজার নাজমুল হক বলেন, ‘আমরা ওই শ্রমিককে ছুটি দেইনি এটা পুরোপুরি মিথ্যা। উনি অসুস্থ হওয়ার পরপরই তাকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর সেখানে মৃত্যুবরণ করে। আমরা তার পরিবারের সঙ্গে সারাক্ষণই কথা বলে গেছি এবং তাঁরা গতকাল মরদেহ কুমিল্লায় দাফন করা হবে বলে নিয়ে গেছেন। যাবতীয় খরচও আমরাই বহন করেছি। এরপর আজ আমরা সকালে ফ্যাক্টরিতে মিলাদ পড়ানোর পরই হঠাৎ আন্দোলনে নামে শ্রমিকেরা। পরিস্থিতি এখন স্বাভাবিক। আর আজকের জন্য আমরা ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেছি।’

এ বিষয়ে আদমজী ইপিজেডের (বেপজার) জিএম মাহবুব আহমেদ সিদ্দিক জানান, ‘গতকাল ওই নারী শ্রমিক অসুস্থ হলে তাঁকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জেনেছি।’

‘অসুস্থ হওয়া সত্ত্বেও মালিকপক্ষের ছুটি দিতে অসম্মতির অভিযোগ সম্পর্কে আপনি জানেন কি না’—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই অভিযোগ আন্দোলনরত শ্রমিকেরা করেছেন। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমরা বিষয়টা খতিয়ে দেখব। তদন্ত করা হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭