হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে কুকুরের আক্রমণে ২১ জন আহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে কুকুরের আক্রমণে ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার উপজেলার কালমেঘা গ্রামে এ ঘটনা ঘটে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গুরুতর আহতরা হলেন-শরিফা খাতুন (৪০), আবদুল আলিম (২৮), ইসমত আরা (৩০), জরিনা বেগম (৩৬), হেনা আক্তার (৫২), শফিকুল (৪০), পারুল বেগম (৪০), জুনায়েদ মিয়া (৭), সোহেল (২৫), আনোয়ারা (৩৫), বনপ্রহরী মমিনুল ইসলাম (৫৬), নূর মুহাম্মদ (৪০), নাজমা (৫৫) ও আব্দুল খালেক (৬০)। এদের ঢাকায় পাঠানো হয়েছে। 

বাকিরা হলেন–সজিব (৩২), রাব্বি হাসান (১৬), আবু হানিফ (৪০), আবু তালেব (৬৫), বীর মুক্তিযোদ্ধা এসহাক আলী (৭০), আনজুম (৩) ও সালমান (২৬। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

আরএমও মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের পর থেকে ওই সব রোগী ধাপে ধাপে হাসপাতালে আসতে থাকেন। বিকেল পর্যন্ত মোট ২১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে যাদের শরীরে গভীর ক্ষত হয়েছে, তাদের ১৪ জনকে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব