হোম > সারা দেশ > ফরিদপুর

লাশবাহী গাড়িতে ফেনসিডিল পাচার, আটক ২ 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে লাশবাহী ফ্রিজিং গাড়িতে বিশেষ কৌশলে রাখা ১৪৪ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‍্যাব। তারা গাড়িটি নিয়ে যশোর থেকে ঢাকায় যাচ্ছিল। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার। 

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরতলির বদরপুরে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে র‍্যাব-১০। 

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার তুরাগ থানার বাউনিয়া এলাকার আব্দুস সবুর (৪২) ও যশোর সদরের বিরামপুর এলাকার মো. তহিদুল ইসলাম (৩৫)। 

র‍্যাবের কর্মকর্তা কে এম শাইখ আকতার জানান, লাশবাহী ফ্রিজিং গাড়িটি চেকপোস্টের সামনে এলে সিগনাল দিয়ে থামানো হয়। গাড়ির ড্রাইভার ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং গন্তব্যসংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা বিভিন্ন ধরনের এলোমেলো কথা বলেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁদের গাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করেন। এ সময় ডাবল কেবিনযুক্ত লাশবাহী ফ্রিজিং গাড়ির মাঝের কেবিন থেকে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে গাড়িতে কোনো লাশ ছিল না। 

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে লাশবাহী ফ্রিজিং গাড়িতে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ